ঐক্য-মানবিকতার বার্তা নিয়ে আমিরাতে এয়াছিন নগর প্রবাসী পরিষদের মিলনমেলা
দেশ থেকে হাজার মাইল দূরে মরুভূমির কর্মব্যস্ত জীবনেও নাড়ির টান ভোলেননি তারা। নিজ গ্রামের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামের রাউজান উপজেলার এয়াছিন নগর গ্রামের প্রবাসীরা।
এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও আবাসনসহ নানামুখী মানবিক সহায়তার অঙ্গীকার নিয়ে সম্প্রতি আমিরাতের আজমানে অনুষ্ঠিত হয়েছে ‘এয়াছিন নগর প্রবাসী পরিষদ ইউএই’র বার্ষিক মিলনমেলা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আজমানের ওয়াসিস হাউস ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে কয়েক’শ প্রবাসী সপরিবার অংশ নেন। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও কর্মব্যস্ত প্রবাসীদের মাঝে নিজ সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে এই বর্ণাঢ্য আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে আগতদের আনন্দ দিতে শওকত জাহান কাউছারের পরিচালনায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মোরগ লড়াইসহ পাঁচ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। এ ছাড়া শিশুদের জন্য ছিল নাত ও কিরাত প্রতিযোগিতা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল সংবর্ধনা পর্ব। আমিরাতের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিশ্ব গণিত প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নেওয়ায় এয়াছিন নগরের কৃতি সন্তান দিদারুল আলমের কন্যা মালিহা নুজাহাতকে বিশেষ প্রশংসা সনদ দেওয়া হয়।
প্রতিযোগিতা শেষে মুহাম্মদ মোরশেদ ও মুহাম্মদ জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ দিদারুল আলম এবং মূল বক্তব্য পেশ করেন উপদেষ্টা এইচ এম মাহাবুব।
বক্তারা বলেন, বিগত পাঁচ বছর ধরে এই সংগঠনটি এলাকার দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা, অসুস্থদের চিকিৎসাসেবা এবং দুস্থ মানুষের বাসস্থানের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়াতে এবং প্রবাসীদের পারস্পরিক সহযোগিতায় নানা পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন– সিআইপি হাসান মোরশেদ, সিআইপি নজরুল ইসলাম, সিআইপি ওসমান আলী, উপদেষ্টা এজাহার সুলতান, রাশেদ মিয়া, এম জে আজগর, আমানত খান, শওকত জাহান কাউছার, গিয়াসউদ্দিন তালুকদার, মোহাম্মদ মোরশেদ, এইচ এম ফরহাদ, মোহাম্মদ এরশাদ, দিদারুল আলম, মোরশেদ আলম, মাসুদ করিম, ফোরকান আলী, মোজাম্মেল হোসাইন সুজন, আবদুর রহমান বাবু, মোরশেদুল আলম শেহেরু, মোহাম্মদ লোকমান ও তুষার ইমরান প্রমুখ।
সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ অংশে হজরত এয়াছিন শাহ (রহ.)-এর ফাতেহা উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয় এবং ঐতিহ্যবাহী মেজবানি তবরুক বিতরণের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘটে।
বিআরইউ