মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধির সাক্ষাৎ
মালদ্বীপে কর্মরত ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মো. শরিফুল ইসলামসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিরা বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে এয়ারলাইন্সটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, কার্গো কার্যক্রম জোরদার, পর্যটন উন্নয়ন এবং সার্বিক যোগাযোগ (কানেক্টিভিটি) বৃদ্ধিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অবদান নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে মালদ্বীপকে একটি আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তুলতে এয়ারলাইন্সটির ভূমিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
এসময় উভয়পক্ষ দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ ও সংযোগ আরও জোরদার করা, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা এবং মালদ্বীপের পর্যটকদের ভ্রমণ ও পর্যটন সুবিধা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসএসএইচ
বিজ্ঞাপন