মাদ্রিদ মহানগর বিএনপির খালেদা জিয়াকে স্মরণ ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মাদ্রিদ মহানগর বিএনপি।
সোমবার (৫ জানুয়ারি) মাদ্রিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি সোহেল আহমদ সামছু সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন সঞ্চালনা করেন। এতে কুরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালিত হয়।
বিজ্ঞাপন
মাদ্রিদ মহানগর নেতাদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি মহি উদ্দিন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিজ্ঞাপন
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মোতালেব বাবুল, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সাঈয়েদ মিয়া, ইউনুস আলী, আকবর শেঠ, ছানুর মিয়া ছাদ, শাফিন মজুমদার, মহানগর বিএনপি নেতা আবু সাঈদ, জাসাস নেতা শামীম খান বিপ্লব এবং যুবদল নেতা মানিক ব্যাপারী ও শাহ আলমসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন আকিল রহমান। শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন মনির আহমেদ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রীর রাজনৈতিক দর্শন ছিল সততা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ। বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন।
এসএসএইচ