লন্ডনে গ্রেটার শাহারপাড়া যুবসংঘের ৩৮তম এজিএম সম্পন্ন
লন্ডনে গ্রেটার শাহার পাড়া যুবসংঘের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পূর্বলন্ডনে মাইক্রো বিজনেস সেন্টারে সংগঠনের সভাপতি আবুল বশর কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলম কামালীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সেক্রেটারি আব্দুল আউয়াল কামালী সেজু।
সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং আলোচনাপূর্বক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। শাহারপাড়া শাহকামাল রহ. ইসলামিয়া মাদরাসার বার্ষিক জলসার প্রাক্কালে সংগঠনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও তহবিল সংগ্রহ করা হয়। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত সবার সম্মতিক্রমে গৃহীত হয়।
বিজ্ঞাপন
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুর রহিম কামালী, আব্দুর রহমান, আখতার মিয়া কামালী, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, আব্দুল আউয়াল কামালী, সিদ্দেক কামালী, চুনু মিয়া কামালী, রায়হান কামালী, জাইদুর কামালী, শিবলু মিয়া, হাবীব কামালী, শ্যামল কামালী প্রমুখ।
এমএন
বিজ্ঞাপন