কানাডায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী লীগ— যে দলের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশ। অভাব-অনটন, অন্ধকার দূর করে সচ্ছলতা অর্জন করেছে। পরিণত হয়েছে মধ্যম আয়ের দেশে। সেই দলের হাত ধরেই আজ উন্নত বিশ্বের পথে ধাবমান আমাদের প্রিয় স্বদেশ। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্টারিও আওয়ামী লীগের অনুষ্ঠানে এমন মত দিয়েছেন বক্তারা। অনুষ্ঠানে তারা নিজেদের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু যখন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন, তখন তিনি ছিলেন টগবগে যুবক এবং পরবর্তীতে তিনিই হয়ে ওঠেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু।
বিজ্ঞাপন
কানাডার অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭২ বছর উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনার ড. খলিলুর রহমান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য আব্দুল আউয়াল শামীম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ড. মোজাম্মেল খান তার বক্তব্যে আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশ সৃষ্টি ও বঙ্গবন্ধুর তাৎপর্য তুলে ধরেন।
বিজ্ঞাপন
অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব।
বক্তারা আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর সংগ্রাম নিয়ে আলোচনা ও বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলী, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতা, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ যেকোনো জাতীয় ইস্যুতে নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ।
বিশেষ অতিথি আব্দুল আউয়াল শামীম বিরোধী দলে ও সরকারি দলে আওয়ামী লীগের ভূমিকা ও সাফল্যের চিত্র তুলে ধরেন, সেই সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন ও শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন।
সাবেক ছাত্র নেতা আব্দুল কাদের মিলু তার বক্তব্যে সবাইকে নিয়ে কাজ করার এবং প্রবাসে থেকে শেখ হাসিনার পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনায় অংশ নেন কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল গাফ্ফার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির, অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট আফিয়া বেগম, সহ-সভাপতি আবু হেনা কোরাইশী, ইঞ্জিনিয়ার মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, প্রচার সম্পাদক আকরামুল ইসলাম, দফতর সম্পাদক খালেদ শামীম, কান্তি মাহমুদ, নির্বাহী সদস্য মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, ইমাম হোসেন, জিনাত হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম, শরিফুল ইসলাম, কানাডা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ জসিম, সুকোমল রায়, অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, আসমা হক, মোহাম্মদ হক, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ফারহানা শান্তা ও জিনাত হোসেন।
এসএসএইচ