সবুজাভ কানাডার সংগৃহীত ছবি

‘বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে ক্যালগেরিতে স্ট্যাম্পপিড সপ্তাহ পালনের অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে স্ট্যাম্পপিড ব্রেকফাস্টেরও আয়োজন করে সংগঠনটি। 

বাংলাদেশ ও কানাডার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সদস্যরা।

এ সময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি যশোরাজ সিং হালান, এম এল এ ইরফান সাবির, এম এল এ ডেভিনদর টুরসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু ও সহ-সভাপতি শহিদুল ইসলাম কাজল, যুগ্মসাধারণ সম্পাদক ড. তাসফিন হোসাইন তপু, যুগ্মসাধারণ সম্পাদক শুভ মজুমদার, কোষাধ্যক্ষ শানিলা মাহমুদ পুনম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসলাম মাজাহার, সোশ্যাল সেক্রেটারি হাসান রহমান, পাবলিক রিলেশন সেক্রেটারি মেহেদী হাসান রনি, প্রফেশনাল এবং স্কিল ডেভেলপমেন্ট সেক্রেটারি রিনাত হক নিলয়, মাল্টিমিডিয়া সেক্রেটারি মোশারফ হোসাইন মাসুদসহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। 

সভাপতি মো. রশিদ রিপন বলেন, কানাডা অন্য অনেক দেশের চাইতে সবুজ। আমাদের এই চারারোপণ কর্মসূচি কোমলমতি শিশুদেরকে সবুজের গুরুত্ব বুঝতে সাহায্য করবে এবং কানাডাকে আরও বেশি সবুজ করতে অনুপ্রেরণা দেবে। এটি একই সাথে প্রকৃতিপ্রেম ও দেশপ্রেমের সংমিশ্রণ। ফলে তারা সুনাগরিক হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে। 

এছাড়াও তিনি আদিবাসীদের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বললেন, আমরা চাই আমাদের নতুন প্রজন্মের মানসিক বিকাশ। প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পাশাপাশি তারা সামাজিক ও মানবিক হয়ে উঠুক। সেই লক্ষ্যেই আমাদের আজকের এই কর্মসূচি।

যুগ্মসাধারণ সম্পাদক শুভ মজুমদার জানান, বৈশ্বিক মহামারি এই সময়ে বিতরণ করা গাছের চারা ছোট ছোট শিশু-কিশোরদের অবসরকে আরও আনন্দময় করে তুলবে।
 
কোষাধ্যক্ষ সানিলা মাহমুদ পুনম বললেন, ভিন্নধর্মী এই উদ্যোগ আমাদের কোমলমতি শিশুদের আগামী দিনের পথচলায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। কমিউনিটির উন্নয়নে তরুণ প্রজন্ম এগিয়ে আসবে, দেশসেবার ব্রত তাদের নিজেদের এবং সমাজের উন্নয়ন ঘটাবে- এটাই আমাদের প্রত্যাশা।

নতুন প্রজন্মের মাঝে চারা বিতরণ কর্মসূচির পরিকল্পনাকারী ছিলেন রিতা কর্মকার।

উল্লেখ্য, বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি দুই দেশের মধ্যকার সম্পর্ক গভীরভাবে বজায় রাখতে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 

এইচকে