কুয়েত প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের শ্রম বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিনের মা হারিছুন নেছা মারা গেছেন। তার বয়স ছিল ৬৫ বছর।

শনিবার (৩১ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। ওই দিন বাদ এশার মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তর ভাগ ইউনিয়নের রামপুরে গ্রাম পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

বেলাল উদ্দিনের মায়ের আত্মার মাগফেরাত কামনা করেছে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত। সংগঠনের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ অন্যান্য কার্যকরী কমিটির সদস্যরা তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন।

এসএসএইচ