জার্মানিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন
জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। রোববার (৮ আগস্ট) জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
দূতাবাসের দ্বিতীয় সচিব মো. খালিদ হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং অতিথিদের অভ্যর্থনা জানান। শুরুতেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আলোচনা অংশে বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর বক্তব্য দেন জার্মানিতে বসবাসরত কমিউনিটি সদস্যরা এবং দূতাবাসের মিনিস্টার মো. মুর্শীদুল হক খান ও কমার্শিয়াল কাউন্সেলর মো. সাইফুল ইসলাম। পরে অনুষ্ঠানের সভাপতি রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বক্তব্য উপস্থাপন করেন।
বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে জীবনব্যাপী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা এবং তার ত্যাগের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, জাতির হৃদয়ে বেঁচে থাকবেন বঙ্গমাতা।
বিজ্ঞাপন
আলোচনা শেষে জাতির পিতা ও তার পরিবারের সব শহিদ সদস্য, জাতীয় নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের সব শহীদ ও নির্যাতিত মা-বোন এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
আরএইচ