আমিরাতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত
বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে অবস্থিত দূতাবাস মিলনায়তনে রোববার (৮ আগস্ট) এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ইউএইতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে ও দূতাবাসের লেবার কাউন্সিলর (লোকাল) লুৎফুন নাহার নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বঙ্গবন্ধু পরিবারের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় ফজিলাতুননেছা মুজিবের জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, মহিলা সম্পাদিকা প্রিয়াঙ্কা শারমিন, ফৈরদৌস আরা এবং আবুধাবিত যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকারসহ প্রমুখ।
বিজ্ঞাপন
এতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, প্রকৌশলী আশীষ বড়ুয়া, উত্তম হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সারাটি জীবন এবং সংগ্রামে নির্ভীক সহযাত্রী হয়ে ছিলেন বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব।
অনুষ্ঠানের শেষ অংশে জাতির পিতার পরিবার এবং দেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এনএফ