অ্যাবকার প্রথম সভা অনুষ্ঠিত
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইয়ের (অ্যাবকা) ২০২১-২০২৩ সেশনের প্রথম কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ আগস্ট) বিকেলে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাবকার সদস্যরা আগামী ছয় মাসের কর্ম পরিকল্পনা নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ও চীনে নিযুক্ত সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ।
বিজ্ঞাপন
এ সময় বক্তব্য রাখেন অ্যাবকার প্রেসিডেন্ট মুন্সি ফয়েজ আহমেদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মান্নান খান, প্রফেসর ড. মইনুল ইসলাম, প্রফেসর ড. মো. রাকিবুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শাহাবুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. আবু কাউসার (স্বপন), সাংগঠনিক সম্পাদক ডা. নাজমুস সাকিব, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদসহ প্রমুখ।
গত ১২ জুলাই চীনা অ্যাম্বাসির পৃষ্ঠপোষকতায় এবং চীনের ক্ষমতাসীন দল চায়না কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে অ্যাবকার যাত্রা শুরু হয়। সেদিন অ্যাবকার ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
আরএইচ/ওএফ