রথ উপলক্ষে মিশিগানে বর্ণাঢ্য শোভাযাত্রা
যুক্তরাষ্ট্রের মিশিগানে মহা সমারোহে পালিত হয়েছে রথযাত্রা। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথকে ঘিরে বসে মেলা। বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আর এই বর্ণময় কার্নিভালের সঙ্গে এগিয়ে চলে জগন্নাথদেবের রথ। রথকে মাঝখানে রেখে নাচে ও গানে মেতে ওঠে মিশিগানবাসী।
বৈচিত্রের মেলবন্ধন এই মেলা ঘিরে শুধু নোভাই সিটি নয়, সমগ্র মিশিগান জুড়ে উৎসাহ দেখা যায়। রোববার (১৫ আগস্ট) বেলা ১১টায় নারিকেল ফাটিয়ে রথযাত্রার উদ্বোধন সূচনা করেন নভাই সিটি মেয়র বব গ্যাট ও মিশিগান প্রতিনিধি পরিষদের সদস্য রঞ্জীব পুরীসহ অন্যান্য অতিথিরা।
বিজ্ঞাপন
ইসকনের এই রথ টানতে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসেন। এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে আসেন বাংলাদেশি ও ভারতীয়রা।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর দুপুর ১টায় শোভাযাত্রাটি পুনরায় নোভাই সিটির সিভিক সেন্টারে ফিরে আসে। এ সময় হেলিকপ্টার থেকে রথের ওপর পুষ্পবর্ষণের মাধ্যমে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। দুপুর ১টায় রথযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মসূচী শুরু হয়। রথযাত্রা সার্বিক কর্মযজ্ঞ শেষ হয় বিকেল ৫টায়।
বিজ্ঞাপন
উৎসব প্রাঙ্গণে ছিল ২০টিরও বেশি তাঁবু। এছাড়াও নানা ধরনের বিনোদনের ব্যবস্থা, বিনামূল্যে প্রীতিভোজ, সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় কেনাকাটা, শিল্প, সাহিত্য ও শিশুদের জন্য নানা আয়োজন। এছাড়াও ছিল ফ্রি পার্কিংয়ের সুবিধা। পরিবারের সদস্যদের জন্য নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, রান্নার প্রদর্শনীসহ সৌজন্যমূলক অন্যান্য বিনোদন। রথযাত্রা উৎসবে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে।
ওএফ