করোনায় আফ্রিকায় আরও চার বাংলাদেশির মৃত্যু
আফ্রিকায় করোনায় মারা যাওয়া বাংলাদেশিরা
দক্ষিণ আফ্রিকার কেপটাউন, ডারবান ও ফ্রি স্টেট প্রদেশে করোনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে মারা গেছেন আরও এক বাংলাদেশি।
গত ১৪ জানুয়ারি বিকেলে দক্ষিণ আফ্রিকার ডারবানে করোনা আক্রান্ত হয়ে মারা যান কামাল হোসেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।
বিজ্ঞাপন
গত ১৩ জানুয়ারি কেপটাউনে মারা যান মানিকগঞ্জের আব্দুল বাতেন।
এছাড়া, ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ জানুয়ারি মারা যান হাবিবুর রহমান। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘি ইউনিয়নে।
বিজ্ঞাপন
এদিকে মোজাম্বিকের মানিকা প্রভেন্সিয়ায় গত ১৪ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ (৩০)। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনায়। তিনি মরহুম হাজী শফিকুর রহমানের ছেলে।
এসআরএস