পর্তুগালে সোমবার থেকে বিধিনিষেধ শিথিল
ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মারিয়ানা সিলভা
পর্তুগালে বিধিনিষেধ শিথিল হচ্ছে সোমবার (২৩ আগস্ট) থেকে। এ সময় স্বাস্থ্যবিধি ও সরকার ঘোষিত শর্ত পালন করে নাগরিকরা চলাফেরা ও কাজকর্ম করতে পারবেন।
শুক্রবার (২০ আগস্ট) বিকেলে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মারিয়ানা ভিয়েইরা ডা. সিলভা সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত শর্তাবলী উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ আগস্ট থেকে রেস্টুরেন্ট এবং ক্যাফেতে একই গ্রুপের ৮ জন এবং বাইরে ১৫ জন বসতে পারবেন। পারিবারিক অনুষ্ঠান এবং বিনোদন কেন্দ্রগুলো ধারণক্ষমতার ৭৫ শতাংশ অতিথি গ্রহণ করতে পারবে। গণপরিবহনে শতভাগ যাত্রী পরিবহন করা যাবে। ট্যাক্সি/ ভাড়ার গাড়িতে চালকের পাশের সিটে যাত্রী বহন করা যাবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১০০ বর্গমিটার স্থানে ৮ জন অনুমোদন করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাপ্তাহিক ছুটির দিনে রেস্টুরেন্ট ও ক্যাফেতে এবং নিয়মিত হোটেল, মোটেল, পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন স্থানে অবাধ চলাচলের জন্য ইউরোপিয়ান ডিজিটাল কোভিড সার্টিফিকেট অথবা করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
বিজ্ঞাপন
ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মারিয়ানা সিলভা বলেন, করোনা মোকাবিলার ক্ষেত্রে আমরা ভালো পরিস্থিতির দিকে যাচ্ছি। মহামারি এখনো শেষ হয়নি। তবে আমরা দ্রুত সবাইকে টিকা দেওয়ার চেষ্টা করছি। ফলে আমরা দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারব।
পর্তুগালে এখন পর্যন্ত ৭০ শতাংশ লোক করোনার পূর্ণডোজ টিকা নিয়েছেন। প্রতিদিনই প্রায় এক লাখ নাগরিক টিকা নিচ্ছেন।
এইচকে