প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নেতারা দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুবাই কনস্যুলেটে অনুষ্ঠিত এ বৈঠকে দেশে আটকে পড়া প্রবাসীদের ফেরত আসতে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে বিলম্ব হওয়া ও সর্বশেষ খবর জানতে সাংবাদিকরা কনসাল জেনারেলের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় কনসাল জেনারেল বলেন, যেহেতু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আশাবাদী আগামী সপ্তাহে একটি সুরাহা হবে।

দেশে আটকা পড়াদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের করণীয় বিষয়টি সামনে এলে বিএম জামাল বলেন, কূটনৈতিক মিশনের মাধ্যমে আমিরাতের সরকারের সঙ্গে এ ব্যাপারে আলাপ চলছে। আমিরাত সরকারের কাছ থেকে ভালো সংবাদ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য ওয়েজ আনার্স বোর্ডের সদস্য হতে আমিরাত প্রবাসীদের আহ্বান জানান কনসাল জেনারেল। বোর্ডের সদস্য কীভাবে হতে হয় এবং এর উপকারিতা সম্পর্কে প্রবাসীদের মধ্যে সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। আগামীতে কনসাল সেবা পেতে ওয়েজ আনার্স বোর্ডের সদস্য হওয়া পূর্বশর্ত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি সিরাজুল হক, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, সহ-সম্পাদক সনজিত কুমার শীল, সহ-সম্পাদক মুহাম্মদ মুদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দফতর সম্পাদক মুহাম্মদ ইসতিয়াক আসিফ, নির্বাহী সদস্য শামসুল হক প্রমুখ।

এসএসএইচ