সম্মাননা সনদ পেল জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে সম্মাননা সনদ পেয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মো. আহবাব হোসেন ও কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম সংগঠনের নেতাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন৷
বিজ্ঞাপন
পূর্ব লন্ডনের একটি হলে গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সংগঠনের পক্ষে সম্মাননা সনদ গ্রহণ করেন সভাপতি মো. হারুনুর রশীদ, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মসিউর রহমান শাহিন, সহ-সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, শামীম শাহান, সেলিম আহমদ তাপাদার, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল ওয়াহিদ শাহিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন, সহ-সম্পাদক হাসনাত চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ চৌধুরী।
সংগঠনের নেতারা বলেন, জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ২০০১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ দেশে ও বাংলাদেশে সব সময় সুন্দর ও সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। সবার সার্বিক সহযোগিতা পেলে সংগঠনটি আগামীতে আরও সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।
বিজ্ঞাপন
সংগঠনের কার্যক্রমের মূল্যায়ন করে সম্মাননা সনদ দেওয়ায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও স্পিকার কাউন্সিলর মো. আহবাব হোসেনকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
স্পিকার কাউন্সিলর মো. আহবাব হোসেন ও কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ইউকেতে অন্যতম একটি সামাজিক সংগঠন হলো জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। সংগঠনের সার্বিক কার্যক্রমের মূল্যায়ন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে আমরা আজ আপনাদের সংগঠনকে সম্মাননা সনদ দিলাম৷ আশা করি, অতীতের মতো আগামীতেও আপনারা সার্বিক কার্যক্রম সুন্দর ও সফলভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।
পরিশেষে সংগঠনের সার্বিক সফলতা কামনা করে সংগঠনের নেতৃত্বকে ধন্যবাদ জানান তারা৷
আরএইচ