রেস্টুরেন্টের সামনে থাকা অপেক্ষমাণ গাড়ি

সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে রেস্টুরেন্টের সামনে গাড়িতে থাকা গ্রাহকদের কাছে খাবার সরবরাহ না করার ঘোষণা দিয়েছে। খাবারের জন্য গাড়ি নিয়ে রেস্টুরেন্টের সামনে অপেক্ষা করার ফলে রাস্তায় যানজট সৃষ্টি হয়। জ্যাম ঠেকাতে শারজা কর্তৃপক্ষ নতুন এ আইন করে।

জানা যায়, শারজা শহরে নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং না করার কারণে রাস্তায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। এ জন্য বাইরে রাস্তার উপর গাড়িতে অপেক্ষমাণ গ্রাহকদের কাছে খাবার সরবরাহ বন্ধ করতে শারজাহ শহরের রেস্টুরেন্টগুলোকে নির্দেশ দেওয়া হয়।

একইসঙ্গে নির্দেশ অমান্য করে রেস্টুরেন্টের সামনে গাড়িতে অপেক্ষমাণ গ্রাহকদের কাছে খাবার সরবরাহ করার কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হলে সংশ্লিষ্ট গাড়িকে জরিমানাসহ কঠোর শাস্তির ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

দেশটির খাদ্য নিয়ন্ত্রণ বিভাগের জনস্বাস্থ্য খাত ও কেন্দ্রীয় গবেষণাগারের সহকারী মহাপরিচালক শেখ শাজা আল মুয়ালা জানান, এ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অর্থদণ্ড দেয়া হবে। একইসঙ্গে নতুন এই আইন কেউ লঙ্ঘন করছে কি না- তা নিশ্চিত করতে নজরদারি কার্যক্রম আরও বাড়ানো হবে।

এফআর