‘করোনায় বিধ্বস্ত বিশ্ব পুনরুদ্ধারে কাজ করছে আমিরাত’
এবছর ভার্চুয়ালি মিলিত হন বিভিন্ন দেশের প্রতিনিধিরা
বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের ভার্চুয়াল উপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রের আইসিসি হলে চলছে ‘আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহ-২০২১’। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।
আবুধাবির ক্রাউন প্রিন্স, সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এতে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহ-২০২১ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতার দৃষ্টিভঙ্গিকে লালন করে।
এক টুইট বার্তায় তিনি বলেন, আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহ-২০২১ প্রথম ইভেন্টে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা সম্পর্কিত সংযুক্ত আরব আমিরাতের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন ইস্যু, করোনাভাইরাস মহামারি পরবর্তী বিধ্বস্ত বিশ্ব পুনরুদ্ধার এবং মানবতার উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে টেকসই উন্নয়নের প্রতি জোর দেওয়া।
বিজ্ঞাপন
আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহ-২০২১ শীর্ষ সম্মেলনের অধিবেশনে আবুধাবি নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হাইজা বিন জায়েদ আল নাহিয়ান বলেছিলেন, সাসটেইনেবিলিটি সপ্তাহটি এই বছর বিশেষ গুরুত্ব বহন করে। বিশ্বের টেকসই উন্নয়ন তরান্বিত করতে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এটি নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, প্রযুক্তির পথপ্রদর্শক ও টেকসই উন্নয়ন নেতাদের মিলনমেলা।
এই ভার্চুয়াল সপ্তাহের চার দিনে করোনা পরবর্তী বিশ্ব পুনরুদ্ধারে সামাজিক ও অর্থনৈতিক সুযোগ আবিষ্কারই মূল প্রতিপাদ্য ছিল।
এতে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বিশ্বের অভিজাত নেতা, নীতিনির্ধারক, খাত বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
এসআরএস