আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ শফি (৬৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শারজাহ ইন্ডাস্ট্রিয়াল এলাকা-২ এ দুর্ঘটনাটি ঘটে। মোহাম্মদ শফি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ৫০ বছর ধরে আমিরাতে বসবাস করে আসছিলেন।
বিজ্ঞাপন
নিহতের নিকটাত্মীয় এবং শারজাহ বাংলাদেশ সমিতির সভাপতি আবুল বাশার বিডিন জানান, শফি শারজার গুবাইবাহ এলাকার নিজ বাসা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। শারজাহ ইন্ডাস্ট্রিয়াল এলাকা-২ এ পৌঁছানোর পর তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা অপর একটি গাড়িকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় শফিকে স্থানীয় আল কাসেমীয়া হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।
বিজ্ঞাপন
শারজায় চিটাগং ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স নামে নিহত মোহাম্মদ শফির একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার দুই ছেলে প্রকৌশলী। এক ছেলে ও একমাত্র মেয়ে চিকিৎসক।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সমিতি সংলগ্ন মসজিদে জানাজা শেষে তাকে শারজাহ কেন্দ্রীয় সমাধিতে সমাহিত করা হয়।
এসএসএইচ