আমিরাতে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কোয়াইন আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেল বল রুমে উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ সেলিম বেপারীর সভাপতিত্বে ও আজমান আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুপন শর্মার সঞ্চালনায় কেক কেটে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ হুসেন মনু। বিশেষ অতিথি ছিলেন- সহ-দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, আজমান আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা শাব্বীর আল হাসান, উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইব আলি, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ মাহমুদ, সদস্য সাইফুল ইসলাম, আব্দুস শহিদ, লিটন, জিল্লুর রহমান, মহসিন, আরিফুল হক, আলমগীর, রাসেল, ফরিদ উদ্দিন, রাজওয়ান, কামাল বেপারী, সিয়াম বেপারী ও কিয়াম বেপারী প্রমুখ।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য ও বিশ্ববাসীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগ ও উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভা শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
এসএসএইচ