চতুর্থ ডাবলস ক্যারম গোল্ডকাপ বিজয়ীদের পুরস্কার বিতরণ
বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুক্তরাজ্যের সাউন্ডটেক ক্লাব সেন্টারে চতুর্থ ডাবলস ক্যারম গোল্ডকাপ সম্পন্ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান খান সুজার সভাপতিত্বে ও সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশের সম্পাদক তাইসির মাহমুদ।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারম ফেডারেশন ইউকের সভাপতি নজরুল ইসলাম, মো. সুনাহর আলী রিংকু, সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল আহাদ, জামালুর রহমান, দিলোওয়ার হোসেন, তমিজুর রহমান রঞ্জু, লুৎফুর রহমান, মাহমুদুর রহমান শানুর, মিছবা মাছুম, মাসুদ আহমদ জোয়ারদার ও নাজিম উদ্দিন।
ফাইনাল ম্যাচে ২-১ ব্যবধানে লিপু ও কামরুল জুটিকে হারিয়ে দিপু ও শাকিল জুটি চ্যাম্পিয়ন হয়। জামাল ও ইমরান জুটি তৃতীয় এবং সুজা ও মঈনুল জুটি চতুর্থ স্থান দখল করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সোনাহর আলী রিংকু, মাযবারুল ইসলাম মুন্না ও সাঈদুর রহমান।
বিজ্ঞাপন
অতিথিরা বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার ৪০০ পাউন্ড, একটি ট্রফি, দ্বিতীয় পুরস্কার ২০০ পাউন্ড, একটি ট্রফি, তৃতীয় পুরস্কার ১০০ পাউন্ড, একটি ট্রফি এবং চতুর্থ পুরস্কার ৫০ পাউন্ড ও একটি ট্রফি তুলে দেন।
এছাড়াও চ্যাম্পিয়ন দল পায় এক বছরের জন্য একটি সোনার ট্রফি। যারা পর পর তিনবার চ্যাম্পিয়ন হবে, তাদের এ ট্রফি স্থায়ীভাবে দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে ক্যারম ক্লাব সাউন্ডটেক ও এম এ খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
আরএইচ