মিশিগান স্টেট পুলিশের হেলিকপ্টারে গুলি চালানোর অভিযোগে ফ্লিন্টের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা হলেন ডেভিড কক্স এবং জেরেমি এঙ্গেলম্যান। তাদের দুই জনের বয়সই ২৬।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক জেনেসি কাউন্টি ওই দুই ব্যক্তিকে ৫০ হাজার ডলারের মুচলেকায় জামিনের আদেশ দেন।

রাজ্য পুলিশ জানিয়েছে, আটক দুই জনই কারাগারে আছেন। দোষী সাব্যস্ত হলে, হত্যা এবং সন্ত্রাসবাদের অভিযোগে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারে থাকা সৈন্যরা হ্যাপি হলো নেচার এরিয়াতে একটি ব্রিজের ওপর ওই দুই ব্যক্তিকে শনাক্ত করে। তখন একজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে বেশ কয়েকটি গুলি চালায়।

কর্মকর্তারা জানান, এরপর দ্বিতীয় ব্যক্তি হেলিকপ্টারের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে কমপক্ষে পাঁচটি গুলি করে। ফ্লাইট ক্রুরা সন্দেহভাজনদের গ্রেফতারে নিচে অবস্থানরত কর্মকর্তাদের গাইড করেন। তাদের দুজনকেই আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ফ্লাইট ক্রু সদস্যরা আহত হননি বা বিমানেরও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমএইচএস