‘বাস্তুতান্ত্রিক সভ্যতা : পৃথিবীতে সব প্রাণের জন্য অংশীদারভিত্তিক ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন চীনের বসন্তনগরী কুনমিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ সম্মেলন ১১ অক্টোবর শুরু হয়ে চলে ১৫ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।  

গত এক দশকের মধ্যে জীববৈচিত্র্য নিয়ে এটিই সবচেয়ে বড় বৈশ্বিক সমাবেশ ছিল। আশা করা হচ্ছে, এ সম্মেলন আগামী এক দশকের জন্য জীববৈচিত্র্য, ইকোসিস্টেম সংরক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য একটি বৈশ্বিক রোডম্যাপ প্রদান করবে।

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন জীববৈচিত্র্য সম্মেলনে ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মহামারি পরিস্থিতির কারণে, মন্ত্রী ও দলের অন্য সদস্যরা ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেন। 

প্রতিনিধি দলের উপ-নেতা চীনে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান এবং দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ মিশন ডক্টর মুহম্মদ নজরুল ইসলাম সশরীরে সম্মেলনে উপস্থিত ছিলেন।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁক্রোসহ বিশ্বনেতারা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। 

আরএইচ