কুয়েতে গত চার দিনে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর হয়নি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ৪৮ জন আর করোনায় কারও মৃত্যু হয়। কুয়েতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৪৫৫ জনের। করোনা পরিস্থিতি উন্নতি হওয়াতে স্বস্তি ফিরে আসছে জনমনে, দেখছেন আশার আলো। দেশটির নাগরিকরা এখন স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে কুয়েতের বিভিন্ন অঞ্চলে খোলা স্থানে ভ্রাম্যমাণ টিকা প্রদান করা হচ্ছে।

কুয়েতে স্থানীয়রাসহ বিভিন্ন দেশে ৮০ শতাংশ মানুষ প্রথম ডোজ টিকা পেয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৭৫ শতাংশ মানুষ।

গণটিকা দান ও কঠোর পদক্ষেপের ফলে দেশটিতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস-আদালত, সুপার সপ, শপিং মহল ও ব্যবসা প্রতিষ্ঠান। বেড়েছে জনসমাগমও। শিগগিরই স্বাভাবিক জীবনযাপনে ফেরার প্রত্যাশা কুয়েতের নাগরিকদের। এছাড়া সব পর্যায়ে করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য জোর প্রচেষ্টা চলছে।

এসএসএইচ