সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সোমবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপিত হবে। 

এ অনুষ্ঠানের আয়োজন করেছেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এ উপলক্ষে সোমবার কনস্যুলেটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে বাংলাদেশি শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

এছাড়াও দিবসটি ঘিরে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 

দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এই আয়োজনে উপস্থিত থাকতে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন। 

১৮ অক্টোবর শেখ রাসেল দিবস; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

এইচকে