নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের সাগিনা সিটির বাসিন্দা ও চিকিৎসক ড. দেবাশীষ মৃধার বাসভবনে শনিবার (২৩ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসবের বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গান, কবিতা পাঠ, ধামাইল আর আড্ডায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান।

দুর্গোৎসব পরবর্তী এই বিজয়ার পুনর্মিলনীর আয়োজন করেন মিশিগান শিব মন্দিরের প্রতিষ্ঠাতা দেবাশীষ মৃধা ও তার সহধর্মিণী চিনু মৃধা। বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন সিটিতে বসবাসরত আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো শহরের আন্টার্স রিজ ড্রাইভস্থ বাসভবনে জড়ো হন। অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়েছিল। 

শুরুতেই অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মিশিগান শিব মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা। এরপরে ড. দেবাশীষ মৃধা তার বক্তব্য বলেন, আপনারা স্বল্প সময়ে সুন্দর ও সফল একটি শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করেছেন। এজন্য টিমের সব সদস্যদের অভিনন্দন।

তিনি বলেন, যা বাংলাদেশি কমিউনিটির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সার্বজনীন দুর্গোৎসব উদযাপন কমিটি সভাপতি ইঞ্জিনিয়ার রতন হাওলাদার, পুরোহিত পুর্নেন্দু চক্রবর্তী অপু, সৌরভ চৌধুরী, কৌস্তব মিশ্র প্রমুখ।

উপস্থিত ছিলেন রাখি রঞ্জন রায়, কালিশঙ্কর দেব, স্বদেশ রঞ্জন সরকার, তপন শিকদার, অলক চৌধুরী, অতুল দস্তিদার, হিরালাল কপালী, কমলেন্দু পাল, অসিত রঞ্জন চৌধুরী, প্রশান্ত দাশ, গৌরব চৌধুরী, চিন্ময় আচার্য্যসহ আরও অনেকে। 

গান পরিবেশন করেন শিশু শিল্পী আসলিন বোম্ভানিয়া, হার্লিন বোম্ভানিয়া, শ্রদ্ধা হাওলাদার, শ্রুতি হাওলাদার, অমিতা মৃধা, সামান্তা চৌধুরী। বড়দের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন অতুল দস্তিদার, রতন হাওলাদার, চিনু মৃধা, নূর চিশতী, নিহারিকা পপি, সংগীতা কর ও আক্রাম হোসেন,  কবিতা আবৃত্তি করেন শাহীন ইসলাম। যন্ত্রে ছিলেন অতুল দস্তিদার ও অসিত রঞ্জন চৌধুরী।

ওএফ