লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে যেতে ইচ্ছুক ১২৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশে ফিরতে তাদের সাহায্য করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। ফেরত এসব বাংলাদেশিদের মধ্যে ২২ জন শারীরিকভাবে অসুস্থ ও কয়েকজন লিবিয়ার ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় আইওএম’র একটি চার্টার্ড ফ্লাইটে লিবিয়ার মেতিগা বিমানবন্দর ছাড়েন তারা। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান  মেতিগা বিমানবন্দরে উপস্থিত থেকে এসব বাংলাদেশিদের বিদায় জানান। এ সময় তিনি ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদফতর (ডিসিএমআই) মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্টদের ও আইওএমকে ধন্যবাদ জানান।

লিবিয়া থেকে সব ফ্লাইট বন্ধ থাকার পর সম্প্রতি পুনরায় প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক তৎপরতার ফলে আইওএম অগ্রাধিকার ভিত্তিতে আবেদনকারী বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরার ব্যবস্থা করছে।

দূতাবাস সূত্র জানিয়েছে, লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দ্রুত সময়ের মধ্যে দেশে প্রত্যাবাসনের জন্য সব ধরনের তৎপরতা অব্যাহত আছে।

এমএইচএস/এমএইচএস