সম্প্রতি বাংলাদেশে সংঘটিত সাম্প্রদায়িক ঘটনায় দোষীদের বিচারের দাবিতে  সম্প্রীতি সমাবেশ করেছে দক্ষিণ আফ্রিকা শাখা আ. লীগ ও যুবলীগ।

স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে বাংলাদেশ দূতাবাসের সামনে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগের শতাধিক নেতাকর্মীসহ সাধারণ প্রবাসীরা অংশ নেন।

সমাবেশ থেকে দূতাবাস বরাবর একটি  স্মারকলিপি পেশ করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার দাবি জানিয়ে বলা হয়, অনলাইনে যারা সাম্প্রদায়িক উসকানিমূলক খবর ছড়িয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। 

সমাবেশ থেকে সাম্প্রদায়িকতা নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়। 

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আউয়াল সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, দফতর সম্পাদক ইব্রাহিম সোহাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন বাঁধন। 

এছাড়াও শাখা যুবলীগের সাবেক সহ-সভাপতি রাজীব সরোয়ার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা মাসুম, সাবেক দফতর সম্পাদক ইসমাইল মাহমুদ ও জোহানেসবার্গ মহানগর যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন এতে উপস্থিত ছিলেন।

এনএফ