ইতালিতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে আ.লীগ নেতাকর্মীদের সাক্ষাৎ
ইতালিতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে আ.লীগ নেতাকর্মীদের সাক্ষাৎ /ছবি- ঢাকা পোস্ট
প্রতিটি দেশের নাগরিকদের ভালোমন্দ দেখভালের কেন্দ্রস্থল হলো সেই রাষ্ট্রের দূতাবাস। তাই দূতাবাসের সম্মান রক্ষার দায়িত্বও সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের মাঝে ঈর্ষণীয় উন্নতি লাভ করেছে। পাশাপাশি বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর প্রবাসী বাংলাদেশিরা এই উন্নয়নের অংশীদার।
ইতালি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সামাজিক ব্যক্তিত্ব এম এ রব মিন্টুর নেতত্বে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক সাক্ষাতকারে ইতালিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আগত অতিথিদের উদ্দেশ্যে বলেন, ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশির বাসবাস করেন। প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ জন সেবা গ্রহণের জন্য দূতাবাসে আসেন। সুতরাং সামান্য ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তাই সবার সহনশীল হতে হবে। তাছাড়া আপনারা জানেন যে, ইতালির বিভিন্ন শহরে দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন সময়ে কনসুল্যার সার্ভিস দিয়ে থাকে; যা শুধু আপনাদের অর্থাৎ প্রবাসীদের সুবিধার্থে।
তিনি বলেন, দেশের সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনাদের সুনির্দিষ্ট অভিযোগগুলো অবশ্যই খতিয়ে দেখা হবে। আপনাদের কাছে দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ থাকবে কোনো ধরনের উড়ো খবরে কান দেবেন না। আপনারা জানেন আমাদের অনেক সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়। কারণ শুধু কনসুল্যার সার্ভিস দিয়েই শেষ নয়। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ইতালিতে রাষ্ট্রীয় কাজগুলোও অধিক গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
তিনি দলমত নির্বিশেষে সবার উদ্দেশ্যে বলেন, আমরা পেছনের দিকে তাকাতে চাই না। সামনের দিনগুলো যাতে সুন্দর সৌহার্দপূর্ণ হয় সেদিকে লক্ষ্য রেখে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
পরে আগত আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস সম্পর্কিত অতীতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। রাষ্ট্রদূত তা মনোযোগসহ শোনেন। অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি আর হবে না বলে নেতাকর্মীদের আশ্বস্ত করেন রাষ্ট্রদূত।
এসময় দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কাউন্সিলর ও দূতালয় প্রধান সিকদার মো. আশরাফুর রহমান, কাউন্সিলর (শ্রম) এরফানুল হক, কাউন্সিলর রাজীব ত্রিপুরা ও প্রথম সচিব শেখ সালেহ আহাম্মেদসহ প্রমুখ।
ইতালি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব ও ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আলি আহাম্মদ ঢালী, আওয়ামী স্বেচ্ছসেবক লীগের টাঙ্গাইল জেলা শাখার সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী বাতেন হাওলাদার, রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জি আর মানিক, বঙ্গবন্ধু পরিষদ ইতালি শাখার সাধারণ সম্পাদক আহসান পিপু, রোম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালি শাখার সাধারণ সম্পাদক খান রিপন, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন প্রমুখ।
ওএফ