জাল ভিসাসহ (টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস) এক বাংলাদেশি ব্যবসায়ী ও তার ইন্দোনেশিয়ান স্ত্রীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৫ নভেম্বর) দেশটির ইমিগ্রেশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জাজাইমি দাউদ। 

বিবৃতিতে বলা হয়, গত বুধবার (৩ নভেম্বর) রাজধানীর কুয়ালালামপুরের কন্ডোমোনিয়াম থেকে স্পেশাল ডিভিশনের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে তদন্তের স্বার্থে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি যুবকের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, এ কাজে সহযোগিতার জন্য ৪৪ বছর বয়সী তার ইন্দোনেশিয়ান স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রীর কাছ থেকে মালয়েশিয়ান ১ লাখ ৬২ হাজার ৭৭ রিঙ্গিত উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ৩২ লাখেরও বেশি।

মালয়েশিয়া পুলিশের ধারণা, সিস্টেম হ্যাক করে জালিয়াতির মাধ্যমে তাকে পারমিট দিয়েছে অন্য একটি প্রতারক চক্র। যা ওই বাংলাদেশি যুবক ব্যবহার করছেন। পরে ওই যুবক ও তার স্ত্রীকে অভিবাসন আইনের অধীনে গ্রেফতার দেখিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়।

আইএসএইচ