মার্সেলো রেবেলো আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন

পর্তুগালে পিএসডি দলের মার্সেলো রেবেলো আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। ৬০.৭০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচিত হন বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা। লকডাউনের মধ্যেও পর্তুগালে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অভিবাসী বান্ধব হওয়ায় বেশ কয়েকবছর ধরেই প্রবাসী বাংলাদেশিদের সমর্থন ছিলো মার্সেলোর দিকে। পর্তুগীজদের পাশাপাশি তার বিজয়ে খুশি অভিবাসীরাও।

এদিকে, ১২.৯৭ শতাংশ ভোটে আনা গোমেজের অবস্থান দ্বিতীয় এবং ১১.৯০ শতাংশ ভোটে তৃতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী আন্দ্রে ভেনতুরা। মার্সেলো ২০১৬ সালের ২৪ জানুয়ারি প্রথম মেয়াদে পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

গত ২৪ জানুয়ারির নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট সাতজন প্রার্থী। বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডে  সজা (পিএসডি), আনা গোমেজ (পিএস) আন্ড্রে ভেনতুরা (সেগা), মারিছা মাটিয়াস (বিই), জোয়াও ফেরেইরা (পিসিপি), তিয়াগো মাইয়ান গনসালভেস (আইএল) ও ভিটোরিনু সিলভা (আর আই আর)।

বর্ণাঢ্য ক্যারিয়ারে অধিকারী পর্তুগালের বর্তমান প্রেসিডেন্ট পুরো নাম মার্সেলো নুনো ডুয়ার্তে রেবেলো ডে সজা (Marcelo Nuno Duarte Rebelo de Sousa)। তার জন্ম ১৯৪৮ সালে পর্তুগালের বর্তমান রাজধানী লিসবনে। তিনি একজন সফল রাজনীতিবিদ, সংবিধান প্রণেতা, অধ্যাপক, সাংবাদিক এবং সফল রাষ্ট্রপতি। মার্সেলো তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন আইনজীবী হিসেবে। পরে তিনি একজন সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি পপুলার ডেমোক্রেটিক পার্টির সঙ্গে রাজনীতি শুরু করেন এবং ১৯৭৬ সালে পর্তুগাল এসেম্বলির ডেপুটি হিসেবে সংবিধান প্রণয়নে সহযোগিতা করেন।

১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (পিএসডি) নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এ রাজনীতিবিদ। তাছাড়া তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং আইন প্রণেতা হিসেবে বিভিন্ন টিভি শো, রাজনৈতিক বিশ্লেষক এবং পর্তুগালের একজন প্রধান সারির জ্ঞানী ব্যক্তিদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হন।

এমএইচএস