প্রতীকী ছবি

পর্তুগালে ডিসেম্বরের শেষ দিকে পৌঁছে যাবে করোনা ভ্যাকসিন। তবে 'অভ্যন্তরীণ সমস্যার' কারণে এখনই তা প্রয়োগ করা হবে না। 

দেশটির কাউন্সিল অব স্টেট সদস্য লুইস মার্কেস মেন্ডিস বলেছেন, ডিসেম্বরের শেষ দিকে পর্তুগালে অল্প কিছু ভ্যাকসিন এসে পৌঁছাবে। তবে ভ্যাকসিন পৌঁছালেও তা প্রয়োগ শুরু হবে জানুয়ারিতে। আর সবাইকে বিনামূল্যে এ ভ্যাকসিন দেওয়া হবে।

এর আগে পর্তুগাল সরকারের ভ্যাকসিন টাস্কফোর্সের সমন্বয়কারী ফ্রান্সিসকো রামোস চলতি মাসের শুরুতে  জানিয়েছিলেন, প্রথম ধাপে স্বাস্থ্য ও প্রতিরক্ষাখাতে নিয়োজিত ব্যক্তি এবং বয়স্ক ও অসুস্থরা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন।

প্রথম ধাপের করোনা ভ্যাকসিন জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেওয়া হবে বলে জানান তিনি। পর্তুগালের কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা বিভাগের তত্ত্বাবধানে এ ভ্যাকসিন বিতরণ করা হবে।

কোভ্যাক্স সুবিধার আওতায় পর্তুগাল ২ কোটি ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাচ্ছে। তার মধ্যে ফাইজারের টিকা ৪৫ লাখ ডোজ, অ্যাস্ট্রাজেনেকার ৬৯ লাখ ডোজ, জনসন অ্যান্ড জনসনের টিকা ৪৫ লাখ ডোজ, কিউরভেকের ৪০ লাখ ডোজ এবং মডর্নার টিকা ১৯ লাখ ডোজ।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত পর্তুগালে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার। দেশটিতে কোভিড-১৯ রোগে শেষ খবর পর্যন্ত মারা গেছেন প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ।

জেডএস