যুক্তরাজ্যে (ইউকে) অভিবাসনের জন্য বৃহস্পতিবার (১১ নভেম্বর) নৌকায় করে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন প্রায় এক হাজার মানুষ। এক দিনে এত অভিবাসী পারাপারের এটি নতুন রেকর্ড।

বিবিসি ও এলবিসি জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় যাত্রা কম ঝুঁকিপূর্ণ বলে এত লোক এ চ্যানেল পার হয়েছে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালাইসের কাছে দুটি কায়াক ভেসে যাওয়ার কারণে তিন জন সমুদ্রে হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হোয়াইট হলের একটি সূত্র ফ্রান্সের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ করেছে।

যুক্তরাজ্যের হোম অফিস বলেছে, ব্রিটিশ জনগণ চায় না চ্যানেলে নিষ্ঠুর গ্যাংদের নির্মমতার শিকার হয়ে মানুষ মারা যাক।

চলতি বছর এ পর্যন্ত ২৩ হাজারের বেশি অভিবাসী নৌকায় করে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পার হয়েছেন। ২০২০ সালে ৮৪০৪ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। যা আগের তুলনায় অনেক বেশি। চ্যানেলের মাধ্যমে যুক্তরাজ্য আসা ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন প্রায় ৯৮ শতাংশ মানুষ। কিন্তু কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী ভ্রমণ সীমিত হওয়ার কয়েক মাস পরে আশ্রয়ের জন্য সামগ্রিক আবেদন কমেছে।

ইউকে পার্লামেন্টের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে আশ্রয় প্রার্থীদের সংখ্যা ছিল ৩৫ হাজার ৭৩৭, ২০২০ সালে ২৯ হাজার ৮১৫ এবং বর্তমানে সেটি দাঁড়িয়েছে ১৪৬১৭ জনে।

যুক্তরাজ্যের কর্মকর্তারা বলছেন, তারা চ্যানেল ক্রসিং বন্ধ করতে চান। কারণ এভাবে মানুষ পার হওয়া বিপজ্জনক এবং অপ্রয়োজনীয়।

হোম অফিসের একজন মুখপাত্র বলেন, বৃহস্পতিবার অভিবাসী ক্রসিংয়ের সংখ্যা ‘অগ্রহণযোগ্য’। তার আগে ৩ নভেম্বর রেকর্ড ৮৫৩ জন মানুষ চ্যানেল পাড়ি দেন।

আইএসএইচ