দক্ষিণ আফ্রিকায় লাইভ চলাকালে এক জিম প্রশিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত। গত বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিট্রোরিয়ার তসওয়ান নামে এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জুমে বিভিন্ন দেশের দুই শতাধিক প্রশিক্ষণার্থী যুক্ত ছিলেন।   

নিহতের নাম লরেন্স ম্যাসিঞ্জ (৪০)। তিনি চয়েস ২বি একটিভ নামে ক্রীড়া শিল্প ও সংস্কৃতি ও ফিটনেস সংগঠন গড়ার লক্ষ্যে কাজ করছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি উদ্যোক্তাদের সঙ্গে অনলাইন মিটিংয়ে যুক্ত ছিলেন। এ সময় নীল জিন্স, কালো টপ এবং লাল টুপি পরা সন্দেহভাজন ব্যক্তি প্রায় ২০০ জন অংশগ্রহণকারীর সামনে তাকে গুলি করে। 

পরবর্তীতে জুমে অংশগ্রহণকারীরা পুলিশ ইমারজেন্সিতে কল করে বিষয়টি জানান। পুলিশ তাদের কাছ থেকে লরেন্স ম্যাসিঞ্জের বাসার ঠিকানা নিয়ে প্যারামেডিকদের নিয়ে সেখানে যায়। ঘটনার ৪০ মিনিট পর তার বাসায় গিয়ে মৃত অবস্থায় পায় পুলিশ। 

পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাভেলা মাসোন্দো বলেন, অভিযুক্তকে গ্রেফতার করতে উচ্চ পর্যায়ের গোয়েন্দা দল কাজ শুরু করেছে। 

এসকেডি