কুয়েতে দীর্ঘ ৮৭ সপ্তাহ পর পুনরায় শুক্রবার (১৯ নভেম্বর) জুমার নামাজে বাংলাসহ বিশ্বের আরও ১৫টি ভাষায় খুতবা পাঠের অনুমতি দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

ফরওয়ানিয়া, রোমাতিয়া, চেবদী, সোলবিয়া, জাহারা এলাকায় নির্দিষ্ট মসজিদগুলোতে বাংলায় খুতবা পাঠ করা হয়। 

ধাপে ধাপে বাকি মসজিদগুলোতেও বাংলাসহ বিভিন্ন দেশের ভাষায় খুতবা চালু হবে। বর্তমানে কাছাকাছি দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মে নামাজ আদায়ের করছে মুসল্লিরা।

করোনা মহামারি শুরু হওয়ার কারণে ২০২০ সালের ১৩ মার্চ থেকে মসজিদগুলোতে জামাতে নামাজ বন্ধ করে দেওয়া হয়।

আরএইচ