কানাডার সাসকাচুয়ান প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ানের (বিকাশ/ বিসিএএস) ২০২২-২০২৩ মেয়াদের নতুন সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ আজাদ এবং মোহাম্মদ সাইদুজ্জামান তালুকদার। 

গত ৩০ অক্টোবর সংগঠনটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে ১৩ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ২৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১১ ডিসেম্বর নির্বাচনের দিন ঘোষণা করা হয়। এর মধ্যেই কমিউনিটির একটা অংশ নির্বাচন বয়কট ও বর্জনের ঘোষণা দেয়। 

১৬ নভেম্বর নির্বাচন কমিশনাররা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করে যাতে অধিকাংশ পদেই একাধিক প্রার্থী দেখা যায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর ২৮ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায় প্রতিটি পদেই একজন করে প্রার্থী রয়েছেন। আর ওই প্রার্থীদেই নিজ নিজ পদে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 

বর্তমান সভাপতি শহিদুল খান সেতার নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন এবং বর্তমান মহামারির মাঝেও কমিউনিটির সদস্যদের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন
প্রেসিডেন্ট মোহাম্মদ আজাদ, ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স এন্ড বাজেট) মোহাম্মদ ইয়াকুব সাদিক, ভাইস-প্রেসিডেন্ট (সোশ্যাল অ্যাফেয়ার্স) মো. আরিফ হাসান, ভাইস-প্রেসিডেন্ট (কালচারাল অ্যাফেয়ার্স) হ্যাপি রানী দেব, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সাইদুজ্জামান তালুকদার, সেক্রেটারি (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) জামাল উদ্দিন, সেক্রেটারি (কালচারাল অ্যাফেয়ার্স) রিপন তালুকদার, সেক্রেটারি (ফান্ড রাইজিং) সব্যসাচী চৌধুরী, সেক্রেটারি  (স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট) প্রিটেন বড়ুয়া, সেক্রেটারি (মেম্বারশিপ অ্যান্ড কমিউনিকেশনস) নাজমুন নাহার, সেক্রেটারি (ইয়ুথ অ্যান্ড চিলড্রেন অ্যাক্টিভিটিজ) রাজিয়া সুলতানা, সেক্রেটারি (ওমেন্স অ্যাফেয়ার্স) শামসুন নাহার।  

এনএফ