কুরআন-সুন্নাহ, ইসলামি তাহজিব-তামাদ্দুন, ইসলামি হিকমাত বিশ্বব্যাপী তবলীগ ও এশায়াত করার জন্য এমন মাদরাসা মুসলিম বিশ্বের জন্য হজরত নূহ (আ.) এর সফীনার মতো। কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হজরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র প্রতিষ্ঠিত আল ফজল মুনিরী গাউছুল আজম তাহফিজুল কোরআন মাদরাসার দ্বীনি শিক্ষার জগতে একটি আধুনিক প্রতিষ্ঠান। যা দিন দিন উন্নয়নের এক এক ধাপ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় থাকলে মাদরাসা সারা বিশ্বে খ্যাতি অর্জন করবে।

শুক্রবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ি দাঁতমারায় ঐতিহ্যবাহী আল-ফজল মুনিরী গাউছুল আজম তাহফিজুল কোরআন সালানা জলসায় বক্তারা এসব কথা বলেন। জলসায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম।

নাজিরহাট কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় বিশেষ অতিথি ছিলেন ৩নং নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, ১নং বাগান বাজার ইউপি চেয়ারম্যান ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন সাজু, অধ্যাপক মিজানুর রহমান, মুহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক অলি আহাদ চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মাওলানা আলিমুদ্দিন সাহেব, বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল চৌধুরী, তাজুল ইসলাম সওদাগর, কাজী গোলামুর রহমান, মাওলানা শফিউল ইসলাম, হাজী তাজুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন— মাওলানা সেকান্দর আলী, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মুহাম্মদ জসীম উদ্দীন নূরী, মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।

এছাড়াও বহু উলমায়ে কেরাম, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জলসা শেষে মিলাদ-কিয়াম-মুনাজাতে মাদরাসার উত্তরোত্তর উন্নতি ও প্রধান পৃষ্ঠপোষক কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু’র ফুয়ুজাত কামনা করা হয়।

এসএসএইচ