তোফায়েল সামি স্মরণে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের দোয়া মাহফিল
জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি ও বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সিএম তোফায়েল সামি স্মরণে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (১২ ডিসেম্বর) লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে এশার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
মিলাদ ও দোয়া মাহফিলে কমিউনিটির সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
উল্লেখ্য, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি, জালালাবাদ ভবন ট্রাস্টের সদস্য, বিশিষ্ট ব্যাংকার, লেখক সি এম তোফায়েল সামি ৬ ডিসেম্বর দুপুর ২টার দিকে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
বিজ্ঞাপন
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সন্তান তোফায়েল সামির সহোদর সিএম শফি সামি ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।
ওএফ