শিশুদের টিকাদানের ক্ষেত্রে ইউরোপের দেশগুলো কিছুটা সময় নিচ্ছিল। হঠাৎ নতুন করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার কারণে গত ২৫ নভেম্বর ইউরোপিয়ান মেডিসিন অথরিটি (ইএমএ) বায়োএনটেক-ফাইজারের (পিএফই.এন), (২২ইউএওয়াই.ডিই) টিকাটি ৫ থেকে ১১ বছরের শিশুদের প্রয়োগের জন্য নির্ধারিত করেছে, যা ১০ মাইক্রো গ্রাম হিসেবে দেওয়া হবে বড়দের ক্ষেত্রে যা ৩০ মাইক্রো গ্রাম। তিন সপ্তাহ পর শিশুদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

পর্তুগালসহ ইউরোপের প্রায় সবগুলো দেশেই শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। পর্তুগালে ১৮ ডিসেম্বর থেকে বয়স ভিত্তিক পাঁচটি ধাপে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কর্মসূচি। ৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চের মধ্যে দ্বিতীয় ডোজের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

স্পেনে ১৫ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে শিশুদের করোনার টিকাদান কার্যক্রম। ভ্যাকসিন কার্যক্রম গতিশীল করতে প্রথম ধাপে ১৩ লাখ টিকা ১৩ ডিসেম্বরের মধ্যে স্পেনে আসার কথা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টিকা পৌঁছানোর খবরটি নিশ্চিত করা যায়নি। দ্বিতীয় ধাপে টিকা আগামী জানুয়ারিতে আসবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

ইতালির মেডিসিন এজেন্সি (এআইএফএ) শিশুদের টিকা কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেছে, ইতালিয়ান স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, বড়দিনের আগেই এ টিকা কার্যক্রম শুরু করা যাবে। তবে কিছু কিছু অঞ্চলে ২০ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কোরিয়ার ডেল্লা সের্রা। টিকা গ্রহণ করার জন্য স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং জরুরি ক্ষেত্রে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যোগাযোগ করা যাবে।

জার্মানির স্ট্যান্ডিং ভ্যাকসিন কমিশন এসবিআইকোর অধীনে (এসটি আই কে ও) ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম চলতি সপ্তাহে শুরু হয়েছে। জার্মানির ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এ সপ্তাহে প্রায় ২২ লাখ টিকা কোটা-ভিত্তিক দেশের বিভিন্ন রাজ্যে বণ্টন করা হবে।

ডেনিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ জুন মাসে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার অনুমোদন দেয়। এখন পর্যন্ত এ বয়সের ২ লাখেরও বেশি শিশুকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। ফলে দেশটির জনসংখ্যার ৭৬ শতাংশকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা দেশে বর্তমানে কার্যকর বিধিনিষেধ, যেমন পাবলিক স্পেসে প্রবেশ করার সময় টিকা সনদ দেখানোর বাধ্যবাধকতা এবং মাস্ক ব্যবহার করা ইত্যাদি তুলে নেওয়ার আগে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দিতে চায়।

গ্রিক স্বাস্থ্য কর্তৃপক্ষ ১৫ ডিসেম্বর থেকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে। ১৩ ডিসেম্বর শিশুদের জন্য প্রথম ধাপের টিকা এসে পৌঁছেছে।

হাঙ্গেরিও ১৫ ডিসেম্বর থেকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু করবে, ইতোমধ্যে টিকা পৌঁছে গেছে। হাঙ্গেরি গত মে মাসে ১৬ থেকে ১৮ বছর বয়সী যুবকদের টিকা দেওয়া শুরু করেছিল। গত শুক্রবার দেশটির সরকার কমবেশি শিশুদের টিকা দেওয়া সিদ্ধান্ত নেয় এ যুক্তিতে যে শুধুমাত্র টিকাই তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন করতে দেবে।

আয়ারল্যান্ডে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার জন্য দেশটির নিয়ম অনুযায়ী, পেডিয়াট্রিক জাতীয় টিকা সংক্রান্ত উপদেষ্টা কমিটি দ্বারা অনুমোদিত হতে হবে, যা আগামী দুই সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটিতে ১২ বছরের বেশি বয়সী জনসংখ্যার প্রায় ৯০ শতাংশকে ইতোমধ্যে সম্পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে এবং ১০ থেকে ১৯ বছরের মধ্যে মাত্র ৬০ শতাংশ যুবক অন্তত একটি ডোজ পেয়েছে।

নরওয়ে গত সেপ্টেম্বরে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু করেছিল কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা হার্টের প্রদাহ সম্পর্কিত একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার কথা তুলে ধরার পর থেকে দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ রয়েছে। বিষয়টির সমাধান কল্পে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর।

নেদারল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় ২০ ডিসেম্বর থেকে যারা গুরুতর হাঁপানি বা দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ কিংবা আরও বেশি চিকিৎসা ঝুঁকিতে রয়েছে এমন ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এ বয়সী প্রায় ৪২ হাজার শিশুদের টিকা দেওয়া হবে। তবে অন্য শিশুদের টিকা দেওয়ার বিষয়ে তারা কিছুই জানায়নি। দেশটিতে ১২ থেকে ১৭ বছর বয়সীদের প্রায় ৬৩ শতাংশকে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে।

পোলিশ স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটি ডিসেম্বরে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু করবে। তারা কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে  ইতোমধ্যে অনুমোদিত ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের টিকা কার্যক্রম অনেকটা অগ্রহণযোগ্য হয়েছিল।

যুক্তরাজ্য এ পর্যন্ত দেশটির ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকা অনুমোদন করেনি। ১৬ থেকে ১৭ বছর বয়সী ইংলিশ কিশোর-কিশোরীরা ২৩ আগস্ট থেকে টিকা গ্রহণ করা শুরু করে এবং ১২ থেকে ১৫ বছরের মধ্যে বয়সীরা সেপ্টেম্বর থেকে একই পথ অনুসরণ করে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ ১২ থেকে ১৫ বছর বয়সী প্রায় ৪৫ শতাংশ যুবক অন্তত একটি ডোজ গ্রহণ করে। কারণ প্রাথমিকভাবে এ কিশোরদের একটি মাত্র ডোজ দেওয়া হয়েছিল। তবে এখন ওমিক্রন সংক্রমণের কারণে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে তাদের।

স্কটল্যান্ডে ১২ থেকে ১৫ বছর বয়সী যুবকদের মধ্যে ৫৯.১ শতাংশ অন্তত একটি ডোজ পেয়েছে, যেখানে ওয়েলসে এ হার ৫৪ শতাংশ।

রাশিয়া ২৪ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন স্পুটনিক এম টিকার অনুমোদন দিয়েছে। দেশটিতে চলতি মাসের শেষ দিকে কিশোরদের জন্য টিকাটি আসবে বলে আশা করা হচ্ছে।

সুইডেন আগস্ট মাসে অপ্রাপ্তবয়স্কদের টিকা কার্যক্রম শুরু করে। প্রথমে শুধুমাত্র ১৬-১৮ বছর বয়সীদের জন্য এবং সম্প্রতি ১২ বছরের বেশি বয়সী কিশোরদের জন্য টিকা কার্যক্রম চালু করেছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, ১৮ বছরের কম বয়সী শিশুদের শতাংশ হলো ১২.২ শতাংশ, যেখানে মাত্র ১০.৬ শতাংশকে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে। যদিও দেশটিতে প্রায় ৭০ শতাংশ নাগরিক টিকার আওতায় রয়েছেন।

বেলজিয়ামের স্বাস্থ্য কর্তৃপক্ষ ইউরোপিয়ান মেডিসিন অথরিটির সাথে শিশুদের টিকাদান বিষয়ে একাত্মতা প্রকাশ করলেও এখনই শুরু করার পক্ষে নয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্লেষণ করে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে তারা শিশুদের টিকা কার্যক্রম শুরু করতে পারে।

শিশুদের টিকা গ্রহণে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে অভিভাবকের অনাগ্রহ। ইউরোপের অন্যতম ধনী দেশ নেদারল্যান্ডে এক জনপ্রিয় টিভি শোর জরিপে দেখা গেছে ৪২ শতাংশ বাবা-মাই ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছে এবং ৩০ শতাংশ নির্দ্বিধায় টিকা দেওয়ার বিষয়ে সমর্থন করেছেন।

ইতালিতে চালানো এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ দলই তাদের সন্তানকে টিকা দেওয়ার বিষয়ে আগ্রহী। তবে যখন বয়সের সংখ্যাটা ৫ থেকে ১২ বছর নির্ধারিত হয়েছে তখন মাত্র ৪০ শতাংশ বাবা-মা সম্মতি প্রকাশ করেছেন।

তবে ওই ব্যাচের টিকার ক্ষেত্রে ইউরোপিয়ান মেডিসিন অথরিটির গবেষণায় দেখা গেছে, ২১ দিনের ব্যবধানে প্রয়োগ করা করোনার টিকা শিশুদের ক্ষেত্রে ৯০ শতাংশেরও বেশি কার্যকারিতা রয়েছে। তবে যেসব শিশুর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ টিকা গ্রহণ করবে।

এসএসএইচ