কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ভিডিও চিত্র প্রদর্শনী, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা জিহোন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

এসএসএইচ