বিজয় দিবসে কুয়েতে বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান করেছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। ফেসবুকভিত্তিক সংগঠন ‘কুয়েত প্রবাসী’ পেজ ও প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ কুয়েত শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেশটির জাবরিয়া কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে প্রবাসীরা স্বেচ্ছায় রক্তদান করেন। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে তরুণরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
রক্তদানে উপস্থিত কুয়েত প্রবাসী মাহফুজুর রহমান মাহফুজ বলেন, প্রবাসের মাটিতে রক্তদানের মতো মহৎ উদ্যোগ নেওয়ায় কুয়েত প্রবাসী পেজের অ্যাডমিন প্যানেলকে ধন্যবাদ। আশা করি আগামীতেও এটি অব্যাহত থাকবে। আমরা সবসময় এর সঙ্গে আছি এবং থাকবো।
বিজ্ঞাপন
কুয়েত প্রবাসী গ্রুপের অ্যাডমিন জাহিদ হাসান জনি বলেন, বিজয়ের এই দিনে তৃতীয়বারের মতো আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সবার কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছি।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখব। প্রবাসে রেমিট্যান্স যোদ্ধারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ভালো কাজে দেশের মান বৃদ্ধি করে। রক্তদানের মতো মহৎ কাজে যারা উৎসাহ-উদ্দীপনা নিয়ে এগিয়ে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই।
এমএইচএস