বাংলাদেশ এবং চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রচার এবং প্রসারে লক্ষ্যে চীনে বাংলাদেশি ব্যক্তি-মালিকানাধীন কোম্পানি ইউ ইঔ এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট কোম্পানি লিমিটেড চায়নিজ কোম্পানি চিয়াংশি চিংথিয়ান ই-কমার্স কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে।

স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে চিয়াংশি প্রদেশের উনিং কাউন্টি ইন্ডাস্ট্রিয়াল পার্কে কৌশলগত সহযোগিতা চুক্তিটি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউ ইঔ এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট কোম্পানি লিমিটেডের সিইও মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।

ইউ ইঔ এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট কোম্পানি লিমিটেডের পক্ষে কোম্পানির সিইও মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম এবং চিয়াংশি চিংথিয়ান ই-কমার্স কোম্পানি লিমিটেডের পক্ষে কোম্পানির চেয়ারম্যান ঝাং হুয়ান হুয়ান চুত্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের সময় কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউ ইঔ এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশি পণ্য চীনা বাজারে প্রচার এবং প্রসার নিয়ে কাজ করছে।

আইএসএইচ