আতশবাজি প্রদর্শনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিলো মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে ‘মারুহাবাভিস’ শিরোনামে শোটি অনুষ্ঠিত হয়েছে হুলহুমালের রানিং ট্র্যাকে।

ধীরাগু, মাল্ডিবিয়ান, ফেনেকা করপোরেশন, এমটিসিসি, এমপিএল, এমডব্লিউএসসি, স্টেলকো এবং এসটিও-এর সহযোগিতায় যুব মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয় নতুন বছরের এই শোটি আয়োজন করছে।

দেশটির যুব ও ক্রীড়া এবং সমাজমন্ত্রী আহমেদ মাহলুফের পূর্ব ঘোষণা অনুযায়ী এই বছর প্রখ্যাত বলিউড তারকা অঙ্কিত তিওয়ারি শোটিতে গান পরিবেশন করেন। বর্ষবরণ অনুষ্ঠানে স্থানীয়রা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা যোগদান করেন।

এমএইচএস