মালয়েশিয়ায় গাড়িতে সাংবাদিকের মরদেহ
মালয়েশিয়ায় গাড়ির ভেতর থেকে এনজি বুন ইং (৪৪) নামে স্থানীয় এই সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে আলোর সেতারের একটি শপিং মলের সামনে পার্ক করা গাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দেশটির জাতীয় দৈনিক দ্যা স্টার অনলাইনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
কোটা সেতারের পুলিশ প্রধান (এসিপি) আহমেদ শুকরি মাত আখির জানিয়েছেন, মৃত এনজি বুন ইংয়ের বয়স ৪৪। মরদেহ উদ্ধারে সময় দেখা যায়, তার গাড়ির ইঞ্জিন চালু ছিল।
তিনি জানান, মালয়েশিয়ান ইমার্জেন্সি রেসপন্স সিস্টেমের (এমইআরএস-৯৯৯) কাছে ভোর চারটার দিকে একটি কল আসে। ফোন কলের মাধ্যমে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নজি বুন ইংয়ের মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
ময়নাতদন্তের আগে মরদেহে কোভিড-১৯ স্ক্রিনিংয়ের জন্য সুলতানাহ বাহিয়াহ হাসপাতালে পাঠানো হয়েছে।
এনজি অবিবাহিত ছিলেন। তিনি গত ২০ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। তবে তিনি কোন পত্রিকার সাংবাদিক ছিলেন তা জানা যায়নি।
এমএইচএস