গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে কেউ মারা যাননি। এ সময় ৩ লাখ ৮৪ হাজার ৬২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৮৭ জন। 

শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ২১১ জন, মারা গেছেন ২ হাজার ১৭০ জন ও সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৮৬ জন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চীনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে। 

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য রাজ্য থেকে প্রবেশ করতে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের বেলায় আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে অথবা যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের বেলায় ৯৬ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।

আইএসএইচ