পর্তুগালে আসন্ন সাধারণ নির্বাচনে এগিয়ে ক্ষমতাসীনরা
পর্তুগালের ৩০ জানুয়ারির সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ইউনিভার্সিটি ক্যাথলিক পর্তুগিজ (ইউনিভার্সিদাদ কাতলিকা পূর্তোগেজা) সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ওপিনিয়ন পোলসের উদ্যোগে স্থানীয় টেলিভিশন আরটিপি, রেডিও এন্টেনা ১ এবং দৈনিক পুবলিকো’র মাধ্যমে চালানো জনমত জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি (পিএস) ৩৮ শতাংশ ভোট পেয়ে সবার শীর্ষে রয়েছে।
জরিপে ৩২ শতাংশ ভোট পেয়ে সোশ্যাল ডেমোক্রেট (পিএসডি) পার্টি দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিগত সংসদের তৃতীয় শক্তিশালী দল ব্লক ইশকেরদা (বিই) পেয়েছে ৬ শতাংশ এবং সমপরিমাণ ৬ শতাংশ সমর্থন পেয়েছেন পর্তুগিজ কমিউনিস্ট পার্টি এবং গ্রিন পার্টির সম্মানিত জোট (সিডিইউ)।
বিজ্ঞাপন
অপরদিকে অতিমাত্রায় ডানপন্থী খ্যাত নতুন রাজনৈতিক দল সেগা এবং আইএল পেয়েছেন ৫ শতাংশ সমর্থন তাছাড়া পিএএন, সিডিএস-পিপি যথাক্রমে ২ শতাংশ করে, লিব্রে ১ শতাংশ এবং অন্যান্য দল ৩ শতাংশ সমর্থন পেয়েছে।
জরিপে অংশগ্রহণকারী ৭৭ শতাংশ ব্যক্তি মতামত দিয়েছেন পিএস এবং পিএসডি প্রধান দুই দল কোনোভাবেই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না তাদের অবশ্যই কোয়ালিশন সরকার গঠন করতে হবে। তাছাড়া দেখা যায় বাম দলগুলো সর্বোচ্চ ৫৩ শতাংশ এবং ডানপন্থী দলগুলো ৪৪ শতাংশ সমর্থন পেয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বাজেট অনুমোদনকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট তৈরি হওয়ার কারণে সংসদের দু বছর না যেতেই পর্তুগালে আবার আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ২০২১ নভেম্বরে প্রথম সপ্তাহে রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সজা ৩০ জানুয়ারি আগাম সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
এসএসএইচ