সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ২৫৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৮৬০ জন। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। 

সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ১৮৭ জন, মারা গেছেন ২ হাজার ১৭৪ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৩ হাজার ৮৯৩ জন। রোববার (৯ জানুয়ারি) আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৫৯ জন।

সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চীনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনা উপসর্গ ধরা পড়ে। আমিরাতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। তবে নতুন করে আবারো করোনা শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে প্রবাসীদের।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য রাজ্য থেকে প্রবেশ করতে নতুন নিয়ম ঘোষণা করেছে। এরইমধ্যে যারা টিকা নিয়েছেন, তাদের বেলায় আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে। যারা টিকা নেননি, তাদের ক্ষেত্রে ৯৬ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।

করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাত স্বাস্থ্য বিভাগ।

জেডএস