মৌসুমি ভারী বর্ষণে দক্ষিণ আফ্রিকার পিটারমারিটজবার্গ, লেডিস্মিথ এবং নিউক্যাসলের নিচু এলাকাগুলো বন্যা দেখা দিয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বন্যার কারণে দুর্গত এলাকার মসজিদ, মাদরাসাসহ ধর্মীয় উপাসনালয়গুলো বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় চাহিদা মতো পণ্যের জোগান পাচ্ছে না এলাকাভিত্তিক দোকানগুলো।

কিছু কিছু এলাকায় পুরোপুরি দোকানপাট বন্ধ থাকায় মানুষের খাদ্যসহ নিত্যপণ্যের অভাব দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসহ গুরুত্বপূর্ণ প্রয়োজনে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

এদিকে সরকারি উদ্ধারকারী দলসহ বেসরকারি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো বন্যা কবলিত এলাকায় খাদ্য, প্রাথমিক চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। তারা আটকে পড়া শিশু-বৃদ্ধসহ মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন।

এমএইচএস