দেশের গণ্ডি পেরিয়ে ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও। রোববার (১৩ ফেব্রুয়ারি) ইউএই লেডিস ক্লাবের উদ্যোগে দুবাই মুশরিফ পার্কে ‘বসন্ত উৎসব’ ব্যানারে একঝাঁক প্রবাসী বাংলাদেশির আয়োজিত উৎসবে আনন্দে মেতে উঠেন ছোটবড় সব বয়সীরা।

মেলার আয়োজনটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। মেলায় অংশগ্রহণ করে আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় দুই শতাধিক পরিবার। ব্যাপক নারীদের উপস্থিতি এবং তাদের আয়োজন নজরকাড়ে ভিনদেশিদের।

ব্যস্ত প্রবাস জীবনেও ঋতুরাজ বসন্তের উৎসবে বাসন্তি রঙা শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় নানা রকমের ফুল জড়িয়ে উৎসবে উপস্থিত হন প্রবাসী নারীরা।

তাছাড়া পুরুষ ও ছোটদেরও ছিল বসন্ত বরণে বাসন্তি পাঞ্জাবি, ফতুয়া পরাসহ নানা রঙের পোশাক। আনন্দ মুখর এ অনুষ্ঠানে ছিল নারীদের হাঁটা প্রতিযোগিতা, বেলুন ফোলানো প্রতিযোগিতা, পুরুষদের বালিশ খেলাসহ বাংলা সংস্কৃতির নানা খেলাধুলা। সুশৃঙ্খলভাবে দুপুরের খাবার পরিবেশন, পিঠাসহ হরেক রকম খাবার আয়োজনে তারা দেশীয় সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন এ বসন্ত উৎসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিআইপি জেসমিন আকতার, মুহাম্মদ মাহাবুব আলম মানিক সিআইপি, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি  মোহাম্মদ রাজা মল্লিক, দুবাই আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব সৈনিক, ব্যবসায়ী জাকির হোসেন, মোহাম্মদ আদিল, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক মাহবুব হাসান হৃদয়, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রাণ গ্রুপের মার্কেটিং কোঅর্ডিনেটর রুমা হাসানসহ আরও অনেকে।

আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডমিন লিজা হোসেন, লাবণ্য আদিল, মডারেটর সালমা আক্তার মেরি, সাদিয়া আবছার, পারভীন জলি, নিশাত জাহান চৌধুরী নিশু, গ্রুপ এক্সপার্ট আছিয়া চৌধুরী, মাকসুদা খানম, শাহানা পারভীন, নাজমা সুলতানা, আশিয়া চৌধুরী, শারমিন রাখি, নওরিন রিম, মায়মুনা মিশু, আয়েশা হ্যাপি, তাকিয়া জামান, সাথী আলিসহ অনেকে।

আয়োজকরা জানান, সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত বরণ করে এর মাধ্যমে বাঙালির চিরায়ত সংস্কৃতি ঐতিহ্যকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে অবিস্মরণীয় করে রাখতেই মূলত এ আয়োজন। তবে সবার মধ্যে ভালোবাসা হোক প্রতিদিনের এ প্রত্যাশাই করছেন তারা।

অনুষ্ঠান শেষে আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান টোকিও সেট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহাবুব আলম মানিক সিআইপি ও টোকিও সেট গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট নারী উদ্যোক্তা মোসাম্মৎ জেসমিন আকতার সিআইপি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসএসএইচ