পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুবাই বাংলাদেশ সমিতির নেতারা। স্থানীয় সময় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন হলরুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় মিলিত হন তারা।

এ সময় সমিতির নেতারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাতে উভয়পক্ষ দুবাই বাংলাদেশ সমিতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বলে জানা যায়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সমিতি দুবাই সভাপতি অধ্যাপক আব্দুস সবুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী নেসার রেজা খান, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইয়াকুব সৈনিক, সহ-সভাপতি জুলফিকার ওসমান।

এছাড়াও অ্যাডভাইজার প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অ্যাডভাইজার শেখ ফরিদ আহমেদ প্রমুখ এতে অংশ নেন।

এমএইচএস