কানাডার আলবার্টার ক্যালগেরিতে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। ঢাকা পোস্ট পোর্টাল মিডিয়া জগতে অসামান্য অবদান রাখায় ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারি।

স্থানীয় সময় বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সেন্টারে সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, সহ-সভাপতি মো. কাদির, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক তাসফিন হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাসী সাংবাদিক আহসান রাজীব বুলবুল।

এ সময় বাংলাদেশ সেন্টারে ঢাকা পো‌স্টের প্রথম বর্ষপূর্তিতে সংগঠনের সভাপতি মো. রশিদ রিপন বলেন, ঢাকা পোস্টের এক বছর পূর্তিতে আমার প্রাণঢালা অভিনন্দন। গত এক বছরে ঢাকা পোস্ট মিডিয়া জগতে যে অসামান্য অবদান রেখেছে তা সত্যি বিস্ময়কর। খুব অল্প সময়ে ঢাকা পোস্ট সবার মাঝে স্থান করে নিয়েছে। শুধু বাংলাদেশে নয়, মুহূর্তের মধ্যে সারা বিশ্বের খবর প্রকাশ করে ঢাকা পোস্ট যে অবদান রাখছে তা অব্যাহত থাকবে। আরও জনপ্রিয় হয়ে উঠবে এমনটাই আমাদের প্রত্যাশা।

সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, তাৎক্ষণিক সংবাদ পরিবেশন এখন কেবলমাত্র অনলাইনেই সম্ভব। সেক্ষেত্রে ঢাকা পোস্ট তার অগ্রযাত্রায় অবিচল থাকবে। স্বাধীনতার মূল্যবোধের প্রতি আস্থাশীল হয়ে একটি সদাজাগ্রত দর্পণ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে যাক ঢাকা পোস্ট।

সহ-সভাপতি মো. কাদির বলেন, বিদেশে বাংলাদেশের শূন্যতা থাকলেও দেশ সবসময়ই আমাদের হৃদয়ে থাকে। ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আরও এগিয়ে যাবে। দ্রুত সংবাদ পরিবেশন করতে গিয়ে যেন ভুল তথ্য না দেওয়া হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। ঢাকা পোস্ট অনলাইন জগতের শীর্ষস্থান ধরে রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংগঠনের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে অনলাইনের বিকল্প নেই। ঢাকা পোস্ট অনলাইন পোর্টাল তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে শুধু দেশেই নয়, বিদেশেও প্রবাসীদের সুখ-দুঃখ ও আনন্দসহ সব ধরনের খবরের প্রচার অব্যাহত রাখবে বলেই আমাদের প্রত্যাশা।

ঢাকা পোস্টকে শুভ কামনা জানিয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক তাসফিন হোসেন বলেন, দ্রুত সংবাদ প্রচারের মধ্য দিয়ে এক ঝাঁক তরুণ সংবাদকর্মী সমাজের সকল বৈষম্য তুলে ধরে অন্যায়-অবিচার, রাজনৈতিক দুর্বৃত্তপনা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সমাজের হিতকর কাজে এগিয়ে আসবে ও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

কানাডার আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল বলেন, বস্তুনিষ্ঠ নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে অসাম্প্রদায়িক, সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ বিনির্মাণে প্রগতিশীল সংবাদ মাধ্যম হিসেবে ব্যতিক্রমী সহায়ক ভূমিকায় ঢাকা পোস্ট আরও এগিয়ে যাবে বলেই আমি বিশ্বাস করি।

ওএফ